Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এল জি ইডি বিভাগের মানববন্ধন

ঝালকাঠিতে এল জি ইডি বিভাগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি এলজিইডি কার্যালয়ের সামনের সড়কে কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রোকৌশলী মো. শহীদুল ইসলাম সরকার। মানববন্ধনে বক্তারা বলেন, মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলা একটি পরিকল্পিত ঘটনা। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলন করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …