স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সুগন্ধা সভাকক্ষে রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকারেরর উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর। অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, যু্ব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, পৌরসভার কাউন্সিলর তরুন কর্মকার ও বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু। এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মো. মিজানুর রহমান শেলী ঝালকাঠি জেলার চারটি উপজেলার ৩২টি ইউনিয়নে প্রজেক্টের বাস্তবায়িত ও চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, পৌরসভার মহিলা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এলজিএসপি-৩ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্বান্ত গ্রহণ করা হয়।