স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এসজিএসপি-০৩) এর আওতায় জেলা পর্যায়ে অগ্রগতি ও অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিএসপি প্রজেক্টের ডিএফ গৌরঙ্গ কুমার।
বক্তারা বলেন, বর্তমানে এসজিএসপি’র মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এই কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করতে হবে। বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে কাজে লাগাতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। বাস্তবায়নে ছিল পায়াকট বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …