Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে এক ডাকাতকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত

ঝালকাঠিতে এক ডাকাতকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার :
দক্ষিণাঞ্চলের ডাকাত সরদার মন্টু কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে.এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মন্টু কবিরাজ পিরোজপুর জেলার নিজভান্ডারিয়া গ্রামের আজাহার কবিরাজের ছেলে। মামলার অন্য ৪ জন আসামীকে খালাস প্রদান করেছেন আদালত। মন্টু পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানাযায়, ২০১২ সালের ১৮ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাফিজুর রহমানের বসত ঘরে একদল ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা করে। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে গ্রামবাসী ছুঁটে এসে রামদাসহ মন্টু কবিরাজকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হাফিজুর রহমান কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৩ সালের ২৫ আগস্ট ৫ জন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে রায় দেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামী পক্ষে মো. ফয়সাল খান মামলা পরিচালনা করেন।