Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এক কিলোমিটার সড়কের ময়লা আবর্জনা পরিস্কার

ঝালকাঠিতে এক কিলোমিটার সড়কের ময়লা আবর্জনা পরিস্কার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের একটি সড়কের এক কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড় পরিস্কার করেছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক দুইজন ফেলোর উদ্যোগে পৌর কর্তৃপক্ষ এ কার্যক্রম সম্পন্ন করে। এতে সহযোগিতা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক ফেলো ফাতেমা বেগম মুক্তা।
লিখিত বক্তব্যে জানানো হয়, ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যচাঁদকাঠির এক কিলোমিটার একটি সড়ক দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিল। এতে মশার উপদ্রব বেড়ে যায়। দুর্ভোগে পড়ে সড়কটির পাশে বসবাসকারী তিন হাজার বাসিন্দা। বিষয়টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোদের নজরে আসে। স্থানীয় ৪৫ জন বাসিন্দাকে দিয়ে ময়লা আবর্জনা পরিস্কারের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করে। মেয়রের নির্দেশে গত ২২ ও ২৩ নভেম্বর সড়কটি পরিস্কার করা হয়। এতে সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …