স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-ফিতর সুষ্ঠু, সুশৃঙ্খল ধর্মীয় ভাবগম্ভির্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সভায় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখা এবং দুর্ঘটনা রোধে অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য বাস মালিক সমিতিকে সতর্ক করে দেওয়া হয়। ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় প্রধান ঈদের জামাত এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতের ইমামতি করবেন মাওলানা রফিকুল ইসলাম।