Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকা‌ঠি শহরের পালবা‌ড়ি এলাকা থে‌কে ৫০০‌পিস ইয়বা, ২২ বোতল ফেনসিডিল, ১৫ হাজার টাকাসহ তু‌হিন হাওলাদার (৩৮) না‌মে এক মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে গোয়েন্দা পুলিশ (ডি‌বি)। রবিবার রাতে শহরের পালবাড়ি এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় তার ছেলে মাদক কারবারি তুহিন হাওলাদারের কক্ষ থেকে ৫০০ পিস ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবি তুহিনকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির ইনচার্জ ইকবাল বাহার খান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …