Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াবা ও হেরোইন বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ঝালকাঠিতে ইয়াবা ও হেরোইন বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ইয়াবা ও হেরোইন বহনের দায়ে পৃথক দুটি মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ইয়াবা বহনের দায়ে শহরের পোস্ট অফিস সড়কের অনিল মালাকারের ছেলে গোবিন্দ মালাকারকে (৩৫) ১২ বছর কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অপরদিকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল আলম পাঁচ গ্রাম হেরোইন বহনের দায়ে পশ্চিম ঝালকাঠি এলাকার নুরুল হকের ছেলে ফারুক হোসেনকে (৪০) দুই বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে জানা যায় ২০১৬ সালের ১৫ জুন বিকালে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল শহরের শীতলাখোলা এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দ মালকারকে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি কামরুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। থানার এসআই ফারুক হোসেন ২০১৬ সালের আগস্ট মাসে আদালতে অভিযোগপত্র দায়ের করে। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আসলে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গোবিন্দকে দোষীসাব্যস্থ করে ১২ বছর কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে ঝালকাঠি থানা পুলিশ শহরের পৌর মিনিপার্ক এলাকা থেকে ২০১৩ সালের ২১ জানুয়ারি বিকালে পাঁচ গ্রাম হেরোইনসহ ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩১ জানুয়ারি আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে ফারুক হোসেনকে দুই বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।