Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর জম্মদিনে টিকাদান কর্মসূচির সময় স্বাস্থ্য সহকারীকে মারধরের ঘটনায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খানের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্বাস্থ্য সহকারীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান কাবুল, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. জোবায়ের হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জসীম উদ্দিন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সায়িদা সুলতানা।
মানববন্ধনে স্বাস্থ্য সহকারীরা অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে প্রশাসনের কাছে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে ইউপি চেয়ারম্যানকে আইনের আওতায় না আনা হলে করোনার ভ্যাকসিন প্রয়োগসহ সকল ধরনের টিকাদান কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দেন স্বাস্থ্য সহকারীরা।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে করোনার গণ টিকাদান কর্মস‚চি অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী এনায়েত করিমকে লাঞ্চিত করে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান। এ ঘটনায় ক্ষুব্দ হন জেলার স্বাস্থ্য সহকারীরা। ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে নানা কর্মসূচি গ্রহণ করেন স্বাস্থ্য সহকারীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …