স্টাফ রিপোর্টার :
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্সের সত্ত্বাধিকারী আলহাজ্ব মুনিরুল ইসলাম তালুকদারের পক্ষ থেকে সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক মধ্যবিত্ত পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল ও এককেজি করে খেজুর রমজানের উপহার হিসেবে প্রদান করা হয়েছে। কয়েকদিন ধরে মনিরুল ইসলামের পক্ষ থেকে অতিগোপনে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত পরিবারের বাড়িতে চাল ও খেজুর পৌছে দেওয়া হয়। এছাড়াও মনিরুল ইসলাম তালুকদারের পক্ষ থেকে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে গত একমাস যাবত চাল, ডাল, আলু, তেল বিতরণ অব্যহত রয়েছে। মনিরুল ইসলাম তালুকদার বলেন দেশে করোনাভাইরাসের প্রভাবে সৃস্ট দুর্যোগে ঝালকাঠির সাধারণ মানুষকে খাদ্যসহায়তা পৌছে দেয়ার জন্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু নির্দেশ দিয়েছেন। নেতার নির্দেশে এ পর্যন্ত পাচঁহাজার দরিদ্রপরিবারকে চাল, ডাল, আলু এবং ২০০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি যারা সহায়তার জন্য রাস্তায় নামতে পারে না এমন স্বল্পসংখ্যক মধ্যবিত্তদেরও কিছু সহায়তা করেছি। ইসলাম ব্রাদার্সের পক্ষ থেকে দরিদ্রদের সহায়তা অব্যহত থাকবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …