সর্বশেষ সংবাদ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ।। ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আলেম ওলামাদের সঙ্গে পৌর মেয়রের বৈঠক

ঝালকাঠিতে আলেম ওলামাদের সঙ্গে পৌর মেয়রের বৈঠক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আলেম ওলামাদের সঙ্গে বৈঠক করে দোয়া চেয়েছেন বর্তমান মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। সোমবার সকালে শহরের কোর্ট রোডের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র লিয়াকত আলী তালুকদার আলেম ওলামাদের দোয়া নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় লিয়াকত আলী তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ভাই আমাকে দ্বিতীয়বার নৌকার মাঝি করেছেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তাঁরা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তার মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। তাই প্রথমেই আমি আলেম ওলামাদের দোয়া নিয়ে মাঠে নামতে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান পৌর মেয়র। দোয়া-মোনাজাত পরিচালনা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …