স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. কামাল হোসেন।
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাই ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।
বক্তরা বলেন, কোন দেশের উন্নয়ন করতে হলে সেই দেশের যুবকদের দক্ষ কর্মীবাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। যুবকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। বর্তমান সংকটময় পরিস্থিতি সমাধান করতে যুবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …