স্টাফ রিপোর্টার :
‘‘সবুজেই সুখ, সবুজেই হাসি, সবুজে সাজুক বিশ্ববাসী’’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিশু সমাবেশ অনষ্ঠিত হয়েছে।শনিবার সকালে স্থানীয় শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে অপরাজিতা গ্রæপ। শিশু সমাবেশে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়। পরে অপরাজিতা গ্রæপের সদস্য ও শিশু শিক্ষার্থীদের মধ্যেবিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনেসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরাজিতা বাংলাদেশের ফাউন্ডার এডমিন ইঞ্জিনিয়ার জারিন তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, বিশেষ অতিথি অপরাজিতা বাংলাদেশের কো ফাউন্ডার কলি নাহার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলূর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন পূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তার, অপরাজিতা ঝালকাঠির সমন্বয়কারী পাপিয়া সুলতানা ও একটিভ মেম্বর মিলি রহমান এ সময়ে উপস্থিত ছিলেন অপরাজিতা বাংলাদেশের এডমিন প্যানেল মেম্বর শফিকুল ইসলাম শুভ, মো: সাজ্জাদ হোসেন, মোস্তাকিন রাসেল প্রমুখ। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …