স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় শীতার্ত মানুষের জন্য কম্বল কিনতে সরকার ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। জেলা প্রশাসনের কাছে এ বরাদ্দ পাঠানো হয়। এ অর্থ দিয়ে মানসম্পন্ন প্রায় ১০ হাজার পরিবারকে শীত নিবারণের জন্য কম্বল দেওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ অর্থ থেকে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। পাঁচ লাখ টাকার কম্বল জেলা প্রশাসন বিতরণ করবেন। জেলার দুটি পৌরসভার মধ্যে ঝালকাঠির পৌরসভায় দুই লাখ টাকা ও নলছিটি পৌরসভায় দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে কম্বল কিনে শীতার্ত মানুষের মধ্যে তা বিতরণ শুরু করা হয়েছে। বুধবার ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …