Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

ডেস্ক রিপোর্ট : তুরাগ নদের (কহর দরীয়ার) তীরে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এ বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার বাদ ফজর উর্দুতে চূড়ান্ত আম বয়ানের মধ্যে দিয়ে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক শুল বয়ান শুরু করেন। আর বাংলাদেশের নোয়াখলীর মাওলানা নূরুর রহমান তা বাংলায় তরজমা করেন। ইজতেমাস্থলের বয়ান মঞ্চ থেকে মূল বয়ান উর্দূতে হলেও তাৎক্ষণিকভাবে ২৪টি ভাষায় তা তরজমা হচ্ছে। আয়োজক কমিটি সূত্রে আরো জানা গেছে, আগামীকাল শনিবার মাওলানা জোবায়ের পন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে জোবায়ের পন্থীরা ময়দান ছেড়ে চলে গেলে রবিবার থেকে মাওলানা সা’দ পন্থীদের পরিচালনায় ফের ইজতেমা শুরু হবে। সোমবার মাওলানা সাদ পন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে চার দিনের বিশ্ব ইজতেমা।