স্টাফ রিপোর্টার :
গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আন্দোলনের বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তাঁরা। বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনই নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই। তাই খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে দলকে গতিশীল করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরদার সাফায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক আরিফুর রহমান আরিফ, সহসাধারণ সম্পাদক ফজলুল কবির জুয়েল, সরদার মো. নুরুজ্জামান, বেলাল উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জে এম আমিনুল ইসলাম লিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদ আলম মান্না ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য দেন। দলকে সুসংগঠিত করতে জেলায় জেলায় সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …