স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে টিআইবি পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপে খান জাহান রিমন দলনেতা নির্বাচিত হয়েছেন। সহদলনেতা পদে নির্বাচিত হয়েছেন- সাদিয়া আক্তার বৃষ্টি ও মো. জিহাদ হাওলাদার।
শুক্রবার (১৬ ডিসেম্বর, ২০২২) সনাক কার্যালয়ে অনুষ্ঠিত ইয়েস গ্রুপের বিশেষ সভায় ইয়েস সদস্যদের গোপন ভোটে তাঁরা নির্বাচিত হন। আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ নেতৃত্বের মেয়াদ কার্যকর থাকবে।
বর্তমান মেয়াদের দলনেতা সাব্বির হোসেন রানার সভাপতিত্বে সভায় সাবেক ইয়েস দলনেতা ও বর্তমান এসিজি’র (ভূমি সেক্টর) সমন্বয়ক মো. মশিউর রহমান এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচনে দলনেতা পদে তিনজন, সহদলনেতা (নারী) পদে দু’জন এবং সহদলনেতা (পুরুষ) পদে দু’জন প্রতিযোগিতা করেন।
উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি’র সহযোগি হিসেবে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এবং এক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)।