Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা : নিরাপদে টাইগাররা

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা : নিরাপদে টাইগাররা

ডেস্ক রিপোর্ট : সন্ত্রাসী হামলার মুখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থানকারী বাংলাদেশ ক্রিকেট টিমের সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমকে জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্রিফিং করবে। এদিকে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠে তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল।

আজ বেলা ১২টায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে যে মসজিদে হামলা হয়েছে, সেখানে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তারা।

বিসিবি সভাপতি আজ শুক্রবার দুপুর ১২টায় নিজ বাসভবনে ব্রিফ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। (সূত্র : কালের কণ্ঠ)