স্টাফ রিপোর্টার :
বিদ্যমান কোটা পদ্ধতি বাহাল রাখার দাবীতে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছে। পরে তাঁরা প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের সন্তানরাও অংশ নেয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ করে তাঁরা। এরপর সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও মুক্তিযোদ্ধা প্রজন্ম নান্না ফকির। বক্তরা বিদ্যমান কোট পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়ে বলেন, কোটা পদ্ধতি বিলুপ্ত করলে মুক্তিযুদ্ধের চেতনারও বিলুপ্তি ঘটবে। একই দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয় হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলিপি গ্রহণ করেন।