Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কোটা পদ্ধতি বাহাল রাখার দাবিতে নলছিটিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

কোটা পদ্ধতি বাহাল রাখার দাবিতে নলছিটিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
বিদ্যমান কোটা পদ্ধতি বাহাল রাখার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। পরে তাঁরা প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। আজ বুধবার সকাল ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সমাবেশ। এতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও অংশ নেয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সেকান্দার আলী মিয়া, ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী ও আবদুল মোতালেব। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।