স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাল্যবিয়ে প্রতিরোধ, ভিক্ষুকমুক্ত ইউনিয়ন, মাদক নিরাময়, রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব, নানা উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে অন্যতম শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু। তৃতীয় বারেরমতো সোমবার তিনি তাঁর আপন আশ্রয় কুলকাঠি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। তাঁর গলায় ফুলের মালা পড়িয়ে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। দায়িত্ব বুঝিয়ে দেন ইউনিয়ন পরিষদের সচিব। শতশত জনতা উপস্থিত থেকে এ অনুষ্ঠান উপভোগ করেন। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মীরা করতালি দিয়ে ও স্লোগানে মুখরিত করে রাখেন পুরো ইউনিয়ন পরিষদ চত্বর।
দায়িত্ব নেওয়ার পরে চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার জীবনের সব অর্জন আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন বিধায় আমি আবার নির্বাচিত হয়েছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পরম কৃতজ্ঞ। মানবাতার নেত্রীর জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমার এলাকার জনগণ ও নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তারাই আমার জয়ের উৎস্য। সততার সঙ্গে পরিষদের কাজ চালিয়ে যেতে চাই।
Home / জাতীয় / কুলকাঠি ইউপি চেয়ারম্যান হিসেবে তৃতীয় দফায় দায়িত্ব নিলেন জনপ্রিয় এইচএম আখতারুজ্জামান বাচ্চু
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …