স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার চেচরীরামপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানের (৩৮) ও সুমন হাওলাদার (২৯)।
ঝালকাঠি গোয়েন্দো পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুলের নির্দেশে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ কাঁঠালিয়ার চেচরিরামপুরে অভিযান করে। এ সময় স্থানীয় সোহরাব হোসেন হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানের (৩৮) সেমিপাকা টিনসেট ঘরে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কসটেপ পেচানো প্যাকেটের মধ্য থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর এ ঘটনার সঙ্গে জড়িতদের নাম জানায় ডিবি পুলিশকে। ডিবি পুলিশ রাতেই সদর উপজেলার বীরকাঠি গ্রামের হোসেন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁর ছেলে মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারকে (২৯) আটক করে। জব্দ করা ৮ কেজি গাঁজার বাজারমূল্য অনুমানিক তিন লাখ বিশ হাজার টাকা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটককৃতদের কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ডিবি পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …