Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় সিসিটিভির ফুটেজ দেখে চোর গ্রেপ্তার

কাঁঠালিয়ায় সিসিটিভির ফুটেজ দেখে চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ওষুধের দোকানে চুরি হয়েছে। দোকানের সিসি টিভির ফুটেজ দেখে চোর শাহরুম হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হেতালবুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে নূর ফার্মেসি নামে একটি ওষুধের দোকান রয়েছে। শনিবার বিকেলে দোকানের মালিক সোবাহান খান দারজা লাগিয়ে পাশের একটি ডায়াগণস্টিক সেন্টারের বাথরুমে যায়। এ সুযোগে শাহরুম হাওলাদার দরজা খুলে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে ২৮ হাজার ৬১৪ টাকা চুরি করে নেয়। এ ঘটনায় সোবাহান খানের ছেলে শাহআলম খান বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে শাহরুমকে গ্রেপ্তার করে।
কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক বলেন, শাহরুম সুযোগ বুঝে দোকানের ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। দোকানের সিসি টিভিতে পুরো বিষয়টি রেকর্ড রয়েছে। আমরা ফুটেজ দেখে চোর সনাক্ত করে রাতেই তাকে গ্রেপ্তার করেছি।