স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা সদরের আউরা খালের ওপর শতবছরের পুরানো জনগুরুত্বপূর্ণ আয়রণ সেতু পুন:নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাঁঠালিয়া সামাজিক আন্দোলন’ ব্রীজ সংলগ্ন সড়কে এ মানববন্ধবনের আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ তুহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মঞ্জুরুল কবির পারভেজ, মো. শফিক জোমাদ্দার, মেহেদী হাসান মিতু পঞ্চায়েত ও মো. ইসরাফিল হোসেন।
মানবন্ধনে বক্তারা জানান, শত বছর আগে আউরা খালের ওপর একটি আয়রণ সেতু নির্মাণ করা হয়। সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায়ও প্রতিদিন শতশত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিনিয়ে সেতু দিয়ে পারাপার করে। এছাড়া সেতুটির একাধিক স্পার ও পাটাতন ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ সেতুটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মাারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …