Latest News
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় বিষখালী নদীতে নৌ ভ্রমণের গিয়ে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

কাঁঠালিয়ায় বিষখালী নদীতে নৌ ভ্রমণের গিয়ে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বন্ধুদের নিয়ে নৌভ্রমনে গিয়ে নৌকা ডুবিতে মো. রিফাত বিন আলিফ নামে বিএম কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষখালী নদীর সোনার বাংলা এলাকায় ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে সে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা রিফাতের ছয় বন্ধু সাঁতরে তীরে ওঠে। নিখোঁজ মো. রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে। সে বরিশাল বিএম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে কাঁঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল রিফাতকে উদ্ধারের অভিযান চালায়।
নিখোঁজের স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকেলে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে রাতে ঝড়ের কবলে পরে তারা। নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীর স্রোতে নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …