স্থানীয় প্রতিনিধি :
উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগনকে উদ্বুদ্ধ ও সম্মৃক্তকরণের লক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, গান ও চলচ্চত্রি প্রর্দশন। বৃহস্পতিবার বিকেলে বানাই স্কুল ও কলজে মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসনে মাতুব্বর। কাঁঠালিয়া উপজলো নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজলো পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলজেরে অধ্যাপক আবদুল হালিম, বানাই স্কুল এন্ড কলজেরে প্রধান শক্ষিক দুলাল কৃষ্ণ হালদার,বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে জলো তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম। এ সময় কাঁঠালিয়া প্রেসক্লাবরে সনিয়ির সহসভাপতি ফারুক হোসনে খান, শিক্ষক,সাংবাদিক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিললেন।