Latest News
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / কাঁঠালিয়ায় গাঁজা গাছসহ দুই চাষী গ্রেপ্তার

কাঁঠালিয়ায় গাঁজা গাছসহ দুই চাষী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার মরিচবুনিয়া গ্রামের একটি ক্ষেত থেকে শনিবার রাতে ২০৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় দুই গাাঁজা চাষীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রমেন বেপারী ও পরেশ বেপারী।
পুলিশ জানায়, প্রতিবেশী দুই ব্যক্তি রমেন বেপারী ও পরেশ বেপারী নিজেদের জমিতে পেয়ারা বাগানের মধ্যে গাঁজার চাষ করছিলো। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০৫টি গাঁজাগাছ উদ্ধার করে। এ সময় পুলিশ গাঁজা চাষী দুইজনকে গ্রেপ্তার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, গ্রেপ্তারকৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …