স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মো. জেহর আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে এ সহায়তা করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। তাঁরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসক ব্যবসায়ীদের এক বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেককে নগদ ৩ হাজার টাকার চেক বিতরণ করেন। অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুর রহমান।
উল্লেখ্য গত সোমবার সকালে কাঁঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …