স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তারকে দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি করা হয়েছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের পরিদর্শন, পরিবীক্ষণ ও প্রত্যাহার শাখার এক অফিস আদেশে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সুরাইয়া আক্তারের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি আদেশ বলবৎ থাকবে। ঝালকাঠির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। ঝালকাঠির কাঁঠালিয়ায় নীতিবর্হিভূত তাঁর অনৈতিক আচার আচরণ ও কর্মকাণ্ড নিয়ে এলকার ব্যবসায়ীরা ক্ষুব্দ ছিলেন। সম্প্রতি অনৈতিকভাবে আর্থিক সম্পৃক্ততার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করে সাময়িকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন।
এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তার বলেন, আমি কোন অন্যায় করিনি। কাজ করার সুবাদে অনৈতিক সুবিধা না দেওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। আশাকরি তদন্ত শেষে রিপোর্ট আমার পক্ষেই থাকবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …