Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

কাঁঠালিয়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের আউরা সরকারি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুুরে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাঁর বয়স ৬৫ বছর। ওই নারীর এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …