স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। কর্ম হারিয়ে দুর্বিষহ অবস্থায় থাকা মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওয়াসিম হাওলাদার। করোনার মধ্যেই আম্ফান দুর্যোগে ঈদের আনন্দ নিয়ে যখন দুশ্চিন্তায় ভুগছেন খেটে খাওয়া মানুষ, তখনও পাশে দাঁড়িয়েছেন তিনি। ঈদের নতুন জামা কাপর, শাড়ি ও লুঙ্গি দিয়েছেন ৪০০ মানুষকে। রাতের আঁধারে বাড়িতে পৌঁছে দিয়েছেন ঈদ খাদ্যসামগ্রী।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.ওয়াসিম হাওলাদার জানান, করোনায় কর্মহীন মানুষকে ব্যক্তিগতভাবে নগদ টাকা দিয়েছি। অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ ও আলু। একদিন বাদেই ঈদ, তাই সেমাই, চিনি, দুধ ও মশলা দিয়েছি ৪০০ পরিবারকে। তাদের শাড়ি-লুঙ্গি ও শিশুদের নতুন জামা কাপড়ও দিয়েছি। মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের রজিনৈতিক অভিভাবক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশে গরিব ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছি
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …