স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ঝালকাঠির বাসিন্দা পুলিশ সদস্যদের পরিবারকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাঁর কার্যালয়ে সহায়তার নগদ অর্থ তুলে দেন।
পুলিশ সুপার জানান, করোনা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে যাদের বাড়ি ঝালকাঠিতে, এমন পাঁচজনের পরিবারকে ঈদ উপলক্ষে পাঁচ হাজার করে টাকা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। আর্থিক সহায়তার নগদ টাকা ওইসব পুলিশ সদস্যদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …