স্টাফ রিপোর্টার :
উপকূলবাসী অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ‘ভয়াল ১২ নভেম্বরকে উপকূল দিবস’ ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব, কালের কণ্ঠ শুভ সংঘ, সূর্যালোক ট্রাস্ট ও দূরন্ত ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জমান, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে সাঈদ জুবায়ের, প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে শাকিল রনি ও দূরন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম অন্তু। সমাবেশে বক্তারা ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনকে একটি রক্ষাকবজ উল্লেখ করে সেটি সুরক্ষার দাবি জানান। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় সমাবেশ থেকে। সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার; সাংবাদিক কে এম সবুজ, দিবস তালুকদার, রাজু খান ও রতন আচার্য; সমাজসেবক সাগর হালদার ও আসিফ ইবকাল, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।