Latest News
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ইডেন কলেজছাত্রী ঝালকাঠির মেঘার মৃত্যু ঘটনায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

ইডেন কলেজছাত্রী ঝালকাঠির মেঘার মৃত্যু ঘটনায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির মেয়ে ইডেন কলেজছাত্রী আলোচিত সায়মা কালাম মেঘার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মাহিবী হাসানসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। পাশাপাশি আসামিদের অব্যহতির আবেদন না মঞ্জুর করেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার গত ৯ সেপ্টেম্বর তিন আসামি মাহিবী হাসান, তাঁর মা সেলিনা নাফিস ও বোন নওরিন বন্যার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন।
বাদী পক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান, সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি, ভিকটিমের স্যুইসাইড নোট, সুরতহাল, ভিসারা রিপোর্ট পর্যালোচনা করে এই অভিযোগ গঠন করা হয়। ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার আবুল কালামের মেয়ে সায়মা কালাম মেঘার সাথে পার্শ্ববর্তী বিআইপি সড়কের মৃত নফিস উদ্দিনের ছেলে মাহিবী হাসানের প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মাহিবী কর্তৃক বিবাহের প্রস্তাব অস্বীকার করায় ২০১৯ সালের ২১ এপ্রিল বিকেল ৫টায় সায়মা কালাম মেঘা ঢাকার ধানমন্ডির একটি ভাড়া বাসায় মাহিবীর সঙ্গে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। এ ব্যাপারে মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে গত বছরের ২০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত প্রধান আসামি মাহিবী হাসানকে কারাগারে পাঠিয়ে অপর দুজনের জামিন মঞ্জুর করেন। দীর্ঘ ছয় মাস পর মাহিবী জামিন লাভ করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …