স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইকরা মডেল মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বাদ আসর নলছিটি হাইস্কুল সড়কে হাজী ম্যানশনে মাদ্রাসা মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার উত্তরা ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রেদোয়ান হাসান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, দেশে ও বিদেশে কুরআন তেলোয়াত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী হাফেজ মুহাইমিনুল ইসলাম, হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বিন আজাদ ও হাফেজ আবদুল্লাহ আল মামুন।
দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ স্থানীয় মুসল্লী ও অভিভাবকরা অংশ নেন। এখানে রয়েছে আবাসিক ও অনাবাসিক সুবিধা। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুফতি হানযালা নোমানী জানান, এর আগে উপজেলার নান্দিকাঠি এলাকায় ইকরা মডেল মাদ্রাসার প্রথম শাখার পথচলা শুরু হয়। সেখানে সফলভাবে কার্যক্রম পরিচালনা শেষে আমাদের দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু হলো। আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে ইসলামিক শিক্ষা প্রদানের জন্য আমাদের মাদ্রাসার ওপর ভরসা রাখতে পারেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …