Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আবরার হত্যাকান্ড বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত : মানববন্ধনে বক্তারা

আবরার হত্যাকান্ড বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত : মানববন্ধনে বক্তারা

স্টাফ রিপোর্টার
‘আবরার হত্যাকান্ড বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত’ উল্লেখ করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি-সনাক এর ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপ। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রফেসর মো. লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক সহসভাপতি ও ইয়েস উপকমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, প্রেস ক্লাব সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার, সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ডালিয়া নাসরীনসহ ইয়েস সদস্যরা বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করা হয়। বক্তারা আববার ফাহাদ হত্যা মামলার আসামিদের অতিদ্রুত বিচারকার্য সম্পন্নের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া তারা অপরাজনীতির শিকার সকল হত্যাকান্ডেরও বিচার এবং ছাত্রসংগঠনগুলোকে দলীয় রাজনীতিমুক্ত করে শিক্ষাঙ্গণের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করেন।