Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ঝালকাঠির মনজিল মোরসেদ

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ঝালকাঠির মনজিল মোরসেদ

স্টাফ রিপোর্টার :
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট ঝালকাঠির কৃতি সন্তান অ্যাডভোকেট মনজিল মোরসেদকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনজিল মোরসেদ সহ আরও ৩২ জনকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে রাজধাণীর পাশের বুড়িগঙ্গাসহ চার নদী রক্ষায় রিট মামলা করে নদীগুলো দখল মুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে মনজিল মোরসেদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এ ছাড়াও বরিশালের কীর্তনখোলা নদী, জেল খাল ও পুটিয়া খাল অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারসহ সারা দেশের নদী-নালা খাল-বিল, পাহাড় ও ঐতিহ্যবাহী পুরাতন পুকুর রক্ষা এবং অবৈধ দকলদারদের উচ্ছেদের মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর ভ’মিকা রেখেছে সংগঠনটি। পরিবেশ পদকপ্রাপ্ত অ্যাডভোকেট মনজিল মোরসেদ ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম জবেদ আলী মিয়ার সন্তান। মনজিল মোরসেদ ১৯৮৮ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি সর্বাধিক জনস্বার্থ মামলার আইনজীবী । ২২৫ টি জনস্বার্থ মামলা দায়ের করে মানবাীধকার ও পরিবেশ সংরক্ষণে অন্যন্য ভূমিকা রেখেছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …