Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু : ঝালকাঠিতে অংশ নিচ্ছে আট হাজার ৩১৬ পরীক্ষার্থী

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু : ঝালকাঠিতে অংশ নিচ্ছে আট হাজার ৩১৬ পরীক্ষার্থী

মো. শাহীন আলম :
আজ থেকে সারা দেশে এক যোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঝালকাঠি জেলার চারটি উপজেলায় আট হাজার ৩১৬ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৩৪টি কলেজের চার হাজার ৯৮৪ জন, এইচএসসি (বিএম) ১৭টি কলেজ থেকে দুই হাজার ৩৭ জন, এইচএসসি ভোকেশনাল একটি কেন্দ্রে ৯৯ জন, ও আলিম পরীক্ষায় ৩৮টি মাদ্রাসা থেকে এক হাজার ১৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য তিনজন অতিরিক্ত জেলা প্রশাসককে দিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধরা জারি করা হয়। পরীক্ষা চলাকালীন সময় মোবাইল ফোন বা অনুমোদিত কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন করা হয়েছে।