Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আজ কুলকাঠির গণহত্যা দিবস

আজ কুলকাঠির গণহত্যা দিবস

স্টাফ রিপোর্টার :
আজ ২ মার্চ ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গণহত্যা দিবস। ১৯২৭ সালের এ দিনে একটি মসজিদের সম্মান রক্ষার্থে গুর্খা পুলিশের গুলিতে নিহত হন ১৯ জন মুসলমান। ঝালকাঠিবাসী ও নিহতের পরিবার আজো এ দিনটিকে অম্লান করে রেখেছেন।
নিহতের স্বজনরা জানায়, শিবরাত্রি উপলক্ষে রথযাত্রা করে হিন্দুরা ঢোল বাজনা বাজিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি মসজিদের পাশ দিয়ে শিববাড়ি আসতেন। এতে মসজিদে নামাজের ব্যাঘাত এবং মসজিদের সন্মান নষ্ট হয় ভেবে স্থানীয় মুসলমানরা রথযাত্রায় রাধা দেয়ার প্রস্তুতি নেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলমান ও হিন্দু সমপ্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় তৎকালীন ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডির নির্দেশে গুর্খা পুলিশ মুসলমানদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই ১৯ জন ধর্মপ্রাণ মুসলমান। ঝালকাঠির কুলকাঠির গণহত্যাকান্ড উপ-মহাদেশের ইতিহাসে ইংরেজ রাজত্বের কলঙ্কময় অধ্যায়। কুলকাঠিবাসী এ ঘটনাকে স্মৃতির পাতায় রাখতে ওই গ্রামের নামকরণ করেছেন শহীদিয়া। দিনটি উপলক্ষে আজ বিকেলে শহীদিয়া চত্বরে নিহতের স্বজনদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।