স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয় সভা থেকে।
পুলিশ বিভাগ সূত্রে দাবি করা হয়, ৬৪টি জেলার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ঝালকাঠি জেলা প্রথম স্থানে রয়েছে। গত এক মাসে জেলার চারটি উপজেলায় ৬৮টি মামলা দায়ের হয়েছে এবং একই সময় ৫৬ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে তিনটি খুন, একটি ডাকাতি, চারটি ধর্ষণ, তিনটি নারী নির্যাতন, একটি চুরি, একটি গবাদিপশু চুরি, একটি সড়ক দুর্ঘটনা, ২৩টি মাধক আইনে মামলা, অন্যান্য মামলা-১১টিসহ ৬৮টি মামলা লিপিবদ্ধ হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মশিউর রহমান, কাজী সমিতির সভাপতি এসএম বশিরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …