স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হওয়ায় ঝালকাঠি পৌরসভায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে করোনাভাইস মুক্তির জন্যও দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোক্তার হোসেন। দোয়ায় অংশ নেন ঝালকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়া মোনাজাতে অংশ নেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …