Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স, সেরা দশে দ্বিতীয়

হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স, সেরা দশে দ্বিতীয়

স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছে। গত বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভীনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, পরিচালক ডাক্তার মো. হাবিবুর রহমান, প্রফেসর ডা. মিরজাদি সেবরিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় দেশের সেরা দশটি প্রতিষ্ঠান বাছাই করে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১৯ সালে দশটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, ‘কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে’ আমরা এ অ্যাওয়ার্ড পেয়েছি। নলছিটি উপজেলার সকল স্বাস্থ্য কর্মীদের নিরলস পরিশ্রমের কারনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …