Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সুগন্ধা নদী থেকে প্রাণ কোম্পানীর স্টোরকিপারের লাশ উদ্ধার

সুগন্ধা নদী থেকে প্রাণ কোম্পানীর স্টোরকিপারের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে রাশেদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে সুগন্ধা নদীর বারইকরণ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাশেদুল ইসলাম স প্রাণ-আরএফএল কোম্পানীর বরিশাল ডিপোতে স্টোরকিপার পদে চাকুরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বারইকরণ এলাকায় সুগন্ধা নদীর তীরে অচেনা এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের সিম চালু করে তাঁর পরিচয় পাওয়া যায়। তাঁর নাম রাশেদুল ইসলাম (৩২)। সে নরসিংদী জেলার সায়দাবাক গ্রামের মো. শহজাহান মিয়ার ছেলে। গত ২৪ জানুয়ারি বরিশাল থেকে তিনি নিখোঁজ হন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, নিহতের মুখমন্ডল রক্তাক্ত ছিল। তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …