Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / সিরিয়ায় ‘সামরিক পদক্ষেপ’ নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ‘সামরিক পদক্ষেপ’ নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট : সিরিয়ায় সন্দেহজনক রাসায়নিক হামলার জবাবে সব ধরনের বিকল্প পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর নেতারা সামরিক পদক্ষেপের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারস বলেন, সামরিক হামলার ব্যাপারে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্র রাসায়নিক হামলার পেছনে রাশিয়া ও সিরিয়াকে দায়ী করেছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বৃহস্পতিবার বৈঠক করতে যাচ্ছে। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। খবর বিবিসি।

উদ্ধারকর্মী ও চিকিৎসকরা জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুমা এলাকায় রাসায়নিক হামলায় কয়েকজন নিহত হয়েছে।তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশা আল-আসাদের সরকার রাসায়নিক হামলার বিষয়টি নাকচ করেছেন। আসাদকে সমর্থন করছে রাশিয়া।বুধবার রাতে সাংবাদিকদের স্যান্ডারস বলেন, ‘প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) কাছে অনেক বিকল্প আছে। আমরা কোনো নির্দিষ্ট পরিকল্পনার ব্যাপারে ভাবিনি।’এদিকে, ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘সিরিয়ার উদ্দেশে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করবে বলে জানিয়েছে রাশিয়া। প্রস্তুত হও রাশিয়া…।’ তিনি আসাদকে ‘গ্যাস কিলিং অ্যানিমাল’ হিসেবে অভিহিত করেন।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।