স্টাফ রিপোর্টার :
সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও ঝালকাঠিতে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। যানবাহনে একাধিক ব্যক্তির যাতায়াত, বিভিন্ন স্থানে জটলা, দোকানে ও বাজারে একসঙ্গে দাঁড়িয়ে কেনাকাটার চিত্র এখনো লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে নিয়মিতই পড়তে হচ্ছে আলোচনা-সমালোচনার মুখে। অনেকেই মোটরসাইকেলে ২/৩ জন যাতায়াত করছেন। করোনা নামক বৈশ্বিক মহামারীর বিস্তার রোধে পুলিশ মানুষকে ঘরমুখো করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শতভাগ আন্তরিকতা ও পেশাদারি মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে অনেকেই পর্যাপ্ত সহযোগিতা করছেন, অনেকেই আবার মানছেন না এ নির্দেশনা। পুলিশ বিভিন্ন মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেলে ২/৩ জনকে দেখামাত্রই ১ জন চালক বাদে বাকীদের মোটরসাইকেল থেকে নামতে অনুরোধ করলে, পুলিশের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অনেকেই। বিভিন্ন পেশার দায়িত্বশীল কর্মকর্তারাও সামাজিক দূরত্ব রক্ষা করার বিষয়টি শতভাগ মানছেন না। এমনকি স্বাস্থ্য বিভাগও পুরোপুরি অনুসরণ করছেনা এ নির্দেশনা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …