Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক সবুজের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

সাংবাদিক সবুজের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কে এম সবুজের ওপর মাদকসেবীদের হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নলছিটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও একাত্নতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ইউসুফ আলী তালুকদার, সাংবাদিক মো. খলিলুর রহমান মৃধা, এম আর কামরুল, এম মনির হোসেন, পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক কে এম সবুজের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি করেন। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারেরপ্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়া মানববন্ধন থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেও সংশ্লিষ্টদেরপ্রতি আহ্বান জানানো হয়। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে সাংবাদিক কে এম সবুজকে মারধর করে সন্ত্রাসী মায়েজ হোসেন, তরিকুল ইসলাম অপু ও কাজী মারুফ হোসেন ইরানসহ কয়েকজন যুবক। এ ঘটনায় রাতেই ঝালকাঠি থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন কে এম সবুজ।