Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিকদের দক্ষ হতে হবে : ঝালকাঠির জেলা প্রশাসক

সাংবাদিকদের দক্ষ হতে হবে : ঝালকাঠির জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেছেন, সাংবাদিকের সমাজের দর্পণ বলা হয়, তাই মর্যাদা ধরে রাখতে তাদের দক্ষ হতে হবে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে মাই টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের অতিথিদের নিয়ে নবম বর্ষে পদার্পণের কেক কাটেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাংবাদিক সংস্থার সভাপতি জিয়াউল হাসান পলাশ। ঝালকাঠির প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা দুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাই টিভির জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধা ও নলছিটি প্রতিনিধি সাইদুল কবির রানা। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।