Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শের-ই বাংলার ৫৮তম মৃত্যু বার্ষিকী পালিত

শের-ই বাংলার ৫৮তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ঝালকাঠির রাজাপুরে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শের-ই বাংলা এ কে ফজলুল হকের ৫৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলার সাতুরিয়া গ্রামে শের-ই বাংলার জন্মস্থানের পাশে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও শের-ই বাংলা রিসার্স ইনিস্টিউট মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন শের-ই বাংলা রিসার্স ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। স্থানীয় মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দা, সেকেন্দার আলী জোমাদ্দার, নিরব মল্লিক ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাক সিকদার।
আলোচনা শেষে মহান নেতা শের-ই বাংলার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।