Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিক্ষার্থীদের কট্টর উগ্রবাদী না হয়ে উদার হতে হবে : ঝালকাঠি জেলা প্রশাসক

শিক্ষার্থীদের কট্টর উগ্রবাদী না হয়ে উদার হতে হবে : ঝালকাঠি জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের কট্টর উগ্রবাদী না হয়ে উদার হওয়ার আহ্বান জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। তিনি বলেন, শুধু পড়ালেখা করে জিপিএ-৫ পেলেই হবে না, শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে; ভাল মানুষ হতে হবে। পাকিস্তানি প্রেম ছেড়ে জন্মভূমির প্রতি ভালবাসা সৃষ্টি করতে হবে। ঝালকাঠিতে ‘শিক্ষার্থীর পড়ালেখার গুনগত মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আজ বুধবার সকাল ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন। অবকাঠামো যেমন পরিপাটি থাকা উচিৎ, তেমনি শিক্ষকদেরও দক্ষ হতে হবে। শিক্ষকদের সমসাময়িক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। পাঠদান করার জন্য নিজেদেরকে উপযোগী করে গড়তে হবে। তাহলেই পড়ালেখার মানোন্নয়ন হবে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল প্রযুক্তি দিয়েছেন, এটা কাজে লাগাতে হবে।
মাছরাঙা টেলিভিশনের মানব সম্পদ বিভাগ আয়োজিত কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাছরাঙা টেলিভিশনের মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আনিসুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, সমাজসেবক   আবদুল লতিফ খসরু ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার। অনুষ্ঠান পরিচালনা করেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান। পরে মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির ওপর ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।