স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় স্থানীয় দৈনিক শতকন্ঠ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের (বিএএসপি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর হোসেন মন্জুর গ্রামের বাড়ির গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সম্পাদকের ছোট ভাইয়ের ছেলে ইমরান হোসেন রিমন স্থানীয় জামাল হোসেন সরদারসহ অজ্ঞাতনামা ৫-৭জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের বাড়ির জমিতে দৈনিক শতকন্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জুর রোপন করা বিভিন্ন প্রজাতির ২২টি গাছ কেটে ফেলা হয়। একই এলাকার জামাল হোসেন সরদার লোকজন নিয়ে গাছগুলো কেটে নিয়ে যায়। খবর পেয়ে সম্পাদকের ভাইয়ের ছেলে ইমরান হোসেন রিমন ও স্থানীয়রা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়ে গাছ কাটার সত্যতা পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যায়।
কাঁঠালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খলিলুর রহমান বলেন, জামাল হোসেনের মা নুরজাহান বেগম গাছ কাটার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। গাছগুলো স্থানীয় সেলিম জমাদ্দারের জিম্মায় রাখা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …